হজরত শাহজালাল (রহ.) মাজারের লাকড়ি তোড়া উৎসবে আশেকানের ঢল

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

হজরত শাহজালাল (রহ.) মাজারের লাকড়ি তোড়া উৎসবে আশেকানের ঢল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারের লাকড়ি তোড়া উৎসবের মাধ্যমে মাজারের বাৎসরিক ওরসের যাত্রা শুরুহেয়ে গেল। আগামী ৮ ও ৯ জুন হবে ওরস। ওরস সামনে রেখে আজ বুধবার (১৭ মে) পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব।

Manual3 Ad Code

লাকড়ি তোড়া উৎসব সিলেটের আদি সংস্কৃতি। সিলেটের অন্যতম এ উৎসব ৭০৫ বছর ধরে পালন করা হচ্ছে। বর্ণিল এ আয়োজনে সিলেট মেতে উঠে ভিন্ন সাজে।

বিশেষ করে চায়ের বাগান লাক্কাতোড়া থেকে দলবেঁধে লাকড়ি নিয়ে আসা হয়। আর ওই লাকড়ি স্তূপ করে রাখা হয় ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারে। ওরসে শিরনি রান্নার কাজে ব্যবহৃত হয় এই লাকড়ি।

Manual1 Ad Code

এই দিনকে সিলেট বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। এ দিন হযরত শাহজালাল (রহ.) মারা যান। এ কারণে এ দিনে বিশেষ প্রার্থনাও করা হয়।

Manual2 Ad Code

এদিকে- লাকড়ি তোড়া উৎসবকে কেন্দ্র করে বুধবার হাজার হাজার ভক্ত ও আশেকানের ঢল নামে সিলেট নগরে। সকাল থেকে ট্রাকযোগে গান বাজিয়ে ভক্তরা মিছিল সহ আসেন মাজার প্রাঙ্গণে। দুপুর গড়াতেই মাজার এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। নেচে গেয়ে সিলেট বিজয়ের এই দিনকে পালন করেন ভক্তরা। তবে মাজার কর্তৃপক্ষ যথাযথভাবে সব কর্মসূচি পালন করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..