সিলেট ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩
বিনোদন ডেস্ক :: শাকিব-বুবলীর সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শাকিব খান। বুবলী কিভাবে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন- সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শাকিব বলেন, সে (বুবলী) আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত ও নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম; কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল; যা মিডিয়াসহ সবাই জানে।
এই অভিনেতা বলেন, একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব। কেউ যদি বিনাকারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন।
শাকিব বলেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি; কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃতজ্ঞের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd