শাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে বনবিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৩

শাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে বনবিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ

Manual4 Ad Code

শাবি সংবাদদাতা: বনবিভাগের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ কাটার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যাম্পাসের মেডিকেল সংলগ্ন রাস্তায় গাছ কেটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছের ডালপালাও কাটা হয়েছে। গাছ কাটার ফলে ক্যাম্পাসের সৌন্দর্য হারানোর শঙ্কায় ক্ষোভ জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

Manual5 Ad Code

 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড ও মেডিকেলের মধ্যবর্তী রাস্তায় বড় ও মাঝারি সাইজের চারটি গাছের মূল কাটা হয়েছে। এছাড়া কয়েকটি গাছের ডালপালা কাটা হয়েছে। এর আগেও ক্যাম্পাসের কিলোরোডসহ বিভিন্ন জায়গায় গাছের ডালপালা কাটা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন খেয়াল খুশিমতো যেকোনো সময় গাছ কাটে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এছাড়া গাছ কাটলে ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট হয়।

 

Manual2 Ad Code

গাছ কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক রোমেল আহমদ বলেন, মূলত দুর্ঘটনা এড়াতে গাছ ও গাছের ডালপালা কাটা হয়েছে। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলোর ভেতর ফাঁপা। ঝড়বৃষ্টিতে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই এগুলো কাটা হয়েছে। এছাড়া ঝড়ের দুর্ঘটনা এড়াতে এককিলো রোডে আরও কিছু নষ্ট গাছ কাটা হবে।

Manual8 Ad Code

 

এস্টেট শাখার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান বলেন- সমস্যায় জর্জরিত গাছগুলো কাটতে বন বিভাগের পরামর্শ আছে। সে আলোকে বিশ্ববিদ্যালয়ের চারটি আকাশমনি গাছ কাটা হয়েছে। মূলত ভালো গাছ কাটতে অনুমতি লাগে, কাটা গাছগুলোর ভিতর ফাঁপা ও নষ্ট। এ কারণে কোনো অনুমতি নেওয়া হয়নি। এরই মধ্যে ক্যাম্পাসে বনবিভাগের সহায়তায় গত দুবছরে ৪৫ হাজার গাছ লাগানো হয়েছে। প্রয়োজনে যেখান থেকে নষ্ট গাছ কাটা হয়েছে সেখানে পুনরায় চারা লাগানো হবে।

 

সিলেট জেলা বন অফিসের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন- গাছ কাটার বিষয়ে শাবিপ্রবি প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

 

অনুমতি ছাড়া ফাঁপা ও নষ্ট হওয়া গাছ কাটতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো পরামর্শ দেওয়া আছে কি-না এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হবে। এরকম কোনো পরামর্শ তাদের দেওয়া হয়নি।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..