এখনো পলাতক গোলাপগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা আহমদ হোসেন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ১, ২০২৩

এখনো পলাতক গোলাপগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা আহমদ হোসেন

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :সিলেটের গোলাগঞ্জের যুবলীগ নেতা আব্দুল জলিল হত্যামামলার প্রধান আসামী আহমদ হোসেন এখনো পলাতক।
সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার রায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা হলেও পুলিশ প্রশাসন এখনো তার টিকিটির নাগালও পায়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আহমদ হোসেন কিছুদিন আগে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোথাও পাড়ি জমাতে পারেন।
জানা গেছে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর রাতে গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের আলা উদ্দিন টেইলারের ছেলে যুবলীগ নেতা আব্দুল জলিলের ঝুলন্ত লাশ তার পাশের বাড়ির একটি নির্মানাধিন ভবন থেকে উদ্ধার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।
সংশ্লিষ্টদের ধারনা, জলিলকে তার রাজনৈতিক প্রতিপক্ষ হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু বাদি হয়ে ওই বছরের ২৩ ডিসেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন (নং ২২/২৩/১২/২০২১)।
আব্দুল জলিল আলিম উদ্দিন বাবলুর পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার কথা ছিল।
মামলায় প্রধান আসামী করা হয় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের ফজলুর রহমানের ছেলে আহমদ হোসেনকে।
এদিকে সিলেটের দ্রুতবিচার ট্টাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয় এবং দীর্ঘ শুনানী শেষে বিচারক ২০২৩ সালের ১০ এপ্রিল রায় ঘোষনা করেন। রায়ে আহমদ হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
এদিকে পলাতক আহমদ হোসেনের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, জলিল হত্যা মামলা দায়েরের পরপরই তিনি আত্মগোপনে চলে যান।
বছরখানেক আগে তিনি জাফলং হয়ে প্রথমে ভারতের শিলং যান। কিন্তু এরপর থেকে আর তার কোন খবর পাওয়া যাচ্ছেনা।
এ ব্যাপারে আলাপকালে সিলেট জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, পলাতক আহমদ হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..