সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
শাবিপ্রবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডে ২-৩ একর জমির গাছপালা পুড়ে গেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর একটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী তানজির আহমদ।তিনি বলেন, নামাজের সময় হঠাৎ করে টিলায় আগুনের ধোঁয়া উড়তে দেখে বিষয়টি নিরাপত্তা সুপারভাইজারকে জানায়। তবে আগুনের সুত্রপাত নিয়ে এ নিরাপত্তাকর্মী কিছুই বলতে পারেন নি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমাদের টিম স্পটে গিয়ে দেখে আগুন নিভে গেছে। তেমন ক্ষয়ক্ষতি হয় নি। কিছু এলাকা পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, টিলাগুলো দুর্গম এলাকা। মানুষের যাতায়াতও কম। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায় নি, আমিও বিষয়টি শুনেছি। ঘটনার সময় নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। তবে ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছোট খাটো টিলা বেষ্টিত। এমনকি কিছু এলাকায় তেমন মানুষের আনাগোনা নেই। তবে এসময় এলাকায় অনেক ঘুরতে যায়। তাছাড়া প্রায়ই এসব টিলায় ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জীববৈচিত্র্য ও গাছপালায় বেশ ক্ষয় ক্ষতি হয়। এমনকি এসব টিলায় সিলেট বন বিভাগের ১৮ হাজার গাছ লাগানো রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd