সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড় চলছে।
প্রেসিডেন্ট লুলা দা সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর রোববার দাঙ্গায় অংশ নেয় বলসোনারোর হাজার হাজার সমর্থক।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হামলাকারীদের আইনের আওতায় আনতে দেশটিতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে।
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা এই দাঙ্গায় উসকানিদাতা হিসেবে সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেই দায়ী করেছেন।
তার দাবি, সবশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি করার জন্য বলসোনারো সমর্থকদের উসকে দিয়েছেন।
এমন পরিস্থিতি প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন।
বলসোনারোর সমর্থকদের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা। একই সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd