জগন্নাথপুরে বিস্ফোরক উদ্ধার: অভিযুক্ত আফজাল গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

জগন্নাথপুরে বিস্ফোরক উদ্ধার: অভিযুক্ত আফজাল গ্রেফতার

Manual1 Ad Code

জগন্নাথপুর সংবাদাতা: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজারের দিঘলবাক গ্রামে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে গত রাতে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে আবজলের বাবা ও ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, গত রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজারের দিঘলবাক গ্রামের মৃত আব্দুস সমিরের ছেলে আখলাকুর রহমানের বাড়িটি ঘিরে রাখে জগন্নাথপুর থানা পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বোমা ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অ্যান্টি টেররিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম এসে সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি রিভলবার, একটি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাউডার, দুইটি ওয়াকিটকি সাদৃশ বস্তু ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

দিনভর অভিযান শেষে বিকালে এসব জিনিস উদ্ধারের তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) রিপন কুমার মোদক। উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, গত ৬ জানুয়ারি জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক নন-এফআইআর মামলা নং-১১৪/২০২২ ও ৩৭৬/২০২২ এর আসামি আফজাল হোসেনকে (২৫)। তার বিরুদ্ধে আদালতের ইস্যুকৃত সমন জারি করতে আসামির বাড়িতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তখন আসামির ঘরের কয়েকটি কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান ওই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বাড়িটি নজরদারিতে রাখা হয় এবং গত রোববার অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায়  জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এতে আফজল হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়।

এ ঘটনায় আখলাকুর রহমান (৭০) ও তার ছেলে আমজাদুর রহমানকে (২২) সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পীর মহল্লার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..