সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কিছুটা সময়। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাপ জেতার লড়াইয়ে অংশ নেবেন দু’দলের ২২ জন খেলোয়াড়।
বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে সিলেটসহ সারা দেশে উন্মাদনায় মাতেন ফুটবলপ্রেমীরা। ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। এর জের ধরে বাদানুবাদ ছাড়াও ঘটে মারামারির ঘটনা। তবে এসব ঘটনা ঘটে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশি সমর্থকদের মধ্যে। কারণ- এই দুই দেশের সমর্থকই সিলেটসহ পুরো দেশে বেশি।
তবে এবার বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে সিলেটে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মহানগরে মাঠে থাকবে পুলিশের কঠোর নজরদারি ও টহল। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি বলেন, ফাইনালে ব্রাজিল না থাকায় আর্জেন্টিনার সমর্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকরা। তাই খেলার আগে-পরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মহানগরের সব থানাপুলিশকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
খেলায় হার-জিত যাই থাকুক- আর্জেন্টিনা বা ব্রাজিল সমর্থকদের বাড়াবাড়ি না করতে আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশের এই কর্মকর্তা। অন্যথায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণে পুলিশ ছাড় দেবে না বলে জানিয়েছেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd