সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের জাফলংসহ সবকটি পাথর কোয়ারি (ইসিএ বহির্ভূত এলাকায়) পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগদানের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এক দফা এক দাবি নিয়ে স্থানীয় নলজুরি পয়েন্টে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নলজুরি পয়েন্টে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার লোকজন জড়ো হতে থাকে। বেলা গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা।
মানববন্ধনে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার অর্ধশত বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তামাবিল চুনাপাথর, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তাপুর-গোয়াইনঘাট শ্রমিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম সচিব রুবেল আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাফলংসহ সকল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান হতে আসা কয়েক লক্ষাধিক শ্রমজীবি মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন।
এসব পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। খেটে খাওয়া শ্রমিকদের কথা বিবেচনা করে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে কোয়ারি সচল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন তারা। এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির সঙ্গে একমত পোষণ করে সকাল থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সকল ক্রাশার মিল বন্ধ রাখা হয় ও মানববন্ধন চলাকালীন সময়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd