বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের কবির হোসেনের ছেলে মখলিছ আলী তাউজ (২৫)।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ওসির নির্দেশে পৌর শহরের নতুন বাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করেন থানার এসআই আজহার, এসআই আমিরুল ও এসআই শাহপরান মোল্লা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩। আর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন বাজার থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!