সিলেটে পুলিশ ফাটালো পুলিশের মাথা!

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

সিলেটে পুলিশ ফাটালো পুলিশের মাথা!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মাথা ফাটিয়ে দিয়েছেন এক কনস্টেবল। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (৪ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীনের স্বাক্ষরে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) এএসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে পুলিশের ওই দুই সদস্য নিজেদের মধ্যে মারামারি করেন।

বরখাস্তকৃতরা হলেন—সিলেট মহানগর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও কনস্টেবল (নায়েক) প্রণজিৎ। দুই জনই পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে পুলিশ লাইনসে দায়িত্ব পালন করছিলেন এএসআই রুবেল ও নায়েক প্রণজিৎ। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তদারক করছিলেন এএসআই রুবেল। প্রণজিৎকে দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্য দিয়ে ডেকে পাঠান তিনি। এ সময় প্রণজিৎ অন্য পাশে ছিলেন। আসার পর এএসআই রুবেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে নিজের নামে ইস্যুকৃত শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন প্রণজিৎ। এতে মাথা ফেটে যায় রুবেলের। আহত অবস্থায় অন্য পুলিশ সদস্যরা তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।

উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘পুলিশ লাইনসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের পরিশ্রম অনেক বেশি। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয় ফোর্সদের। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সিলেট মহানগর পুলিশের সদস্যরা শৃঙ্খলা মেনে, নিয়মের মধ্যে থেকে কাজ করছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..