শুক্রবার সিলেটের ৭৮ এলাকায় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

শুক্রবার সিলেটের ৭৮ এলাকায় বিদ্যুৎ থাকবে না 

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নমূলক ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর পক্ষ থেকে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়- ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হুসেন গলি, বড়বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদামবাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিল চিশচ, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ্, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী ছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট, মির্জাজাঙ্গাল, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, কোতোয়ালী থানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কিন ব্রিজ, কাজিরবাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট ও মনিপুরী বস্তি এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..