সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি :: ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসটি সারা দেশব্যাপী পালিত হচ্ছে। ২৫ নভেম্বর থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ।
(২৮ নভেম্বর) সোমবার, বাতাস ছুটুক, তুফান উঠুক,দমব না, থামব না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা দূর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে বিকাল ৪ ঘটিকায় সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মীর সভাপতিত্বে ও নারী পক্ষ ও দুর্বার নেটওয়ার্ক এর সমন্বয়ে সিলেট অঞ্চলের সভানেত্রী নুরুন নাহার বেবীর দিকনির্দেশনায় নারী সাংবাদিক জাকিয়া সুলতানা মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সেফু।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাদের বখত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, আপনারা আমাদের মা বোনেরা, আপনাদের সম্মান করা আমাদের কর্তব্য। এবং মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার পৌরসভার পক্ষ থেকে আপনাদের যে কোন সমস্যায় আমি একজন সেবক হিসাবে পাশে থাকবো। এবং আপনাদের জন্য আমি আমার পৌরসভায় একটি আইনি সহায়তা কেন্দ্রের ব্যবস্হা করে দিবো। এখানে আইনজীবীর মাধ্যমে সমস্যার সঠিক সলোশন করে দিবেন আইনজীবীরা।
তিনি আরো বলেন,মেয়েরা পরিবার থেকেই সহিংসতার স্বীকার হয়। আমাদের মায়েরা সন্তানেদের ভিতরে দু- নজরে দেখেন। ছেলেকে অনেক মায়েরা বেশী করে খাওয়ান, পড়ান সুযোগ সুবিধা করে দেন। সেক্ষেত্রে আমাদের কন্যা সন্তানরা সঠিকভাবে পরিবারে বিচারটা পায়না। তারা পরিবারের কাছেই অবহেলিত হয়। এজন্য আমি সব মেয়েদের চাই লেখাপড়া করুক।তারা তাদের নিজের পায়ে দাঁড়িয়ে চলুক। আমি সমসময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নজরুল ইসলাম বলেন,আমি একজন আইনজীবী হিসাবে অনেক মেয়েদের নির্যাতনের ভীষণ কষ্টের কথা জানি। আমি একজন আইনজীবী হিসাবে কথা দিলাম আজকের অনুষ্ঠানে, যদি কোন নারী নির্যাতনের শিকার হোন, আপনারা আমার কাছে যাবেন আমি বিনা পয়সায় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো, লড়ে যাবো।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, আরতী তালুকদার কলি,শিলা বসু, শিল্পী বেগম,করিমুন বেগম,চাঁদনী বেগম,মাসুমা বেগম,শাহানা বেগম,পম্পা এষ,রানু বেগম,মাহিন চৌধুরী, মনোয়ারা বেগম,তহুরা বেগম সহ প্রমুখ।
উল্লেখ্য যে,বিকাল ৩ ঘটিকার সময়ে নারী নেতৃরা রেলী করে শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌরসভার মুক্ত মঞ্চে এসে মিলিত হোন সবাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd