সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই গ্রামে সংঘর্ষে দুজন গুরুতর আহত হলেও মামলা নেয়নি দক্ষিণ সুরমা থানা পুলিশ। এমন অভিযোগ করেছেন হামলায় আহতরা। এমনকি হামলার পর নিরাপত্তাহীনতায় রয়েছেন আহতরা। এমন ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়।
জানা যায়, গত ১৯ নভেম্বর সকাল ৮ টার দিকে উপজেলার চান্দাই টিওরগাঁও গ্রামে জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন সহোদর দুই ভাই মোঃ সাইফুল ইসলাম (২৭) ও মোঃ মুহিবুল ইসলাম (৩৮)। তারা চান্দাই টিওরগাঁও গ্রামের মৃত মোঃ আব্দুস সালামের পুত্র।
স্থানীয়রা জানান, চান্দাই টিওরগাঁও গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মুহিবুল ইসলাম এর পিতা মারা যাওয়ার পর হতে তাদের জমি জোরপূর্বক দখল করতে চান তাদের চাচা মোঃ আব্দুল মুকিত ও চাচাতো ভাইয়েরা। এজন্য তারা নানা ধরনের অপতৎপরতা চালান। জানা গেছে সাইফুল ও মুহিবুলের চাচা আব্দুল মুকিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বরইকান্দি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চাচাতো ভাই মোঃ ইমরান সিলেট মহানগর আওয়ামীলীগের ৩০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং অপর আরেক চাচাতো ভাই মোঃ রায়হান সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক হওয়ায় এলাকায় তাদের অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে।
গত ১৯ নভেম্বর সকাল ৮ টার দিকে মোঃ সাইফুল ইসলামের চাচা আব্দুল মুকিত ও তার চাচাতো ভাইয়েরা লাটিসোঠা নিয়ে মোঃ সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের কতেক জমি নামমাত্র মূল্যে বিক্রয় করার জন্য হুমকির সুরে প্রস্তাব দেন। কিন্তু মোঃ সাইফুল ইসলাম ও তার ভাই মোঃ মুহিবুল ইসলাম জমি বিক্রি করিতে রাজি না হওয়ায় মোঃ আব্দুল মুকিত গং ক্ষিপ্ত হয়ে তারা দুই ভাইয়ের উপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন সাইফুল ও মুহিবুল। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এম, এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলায় মোঃ মুহিবুলের মাথায় ও বাহুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। ওসমানী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। মুহিবুল বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, মুহিবুলের ভাই মোঃ সাইফুল ইসলামের হাত ভেঙ্গে যাওয়ায় তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার দুই দিন পর মোঃ সাইফুল ইসলাম দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অজ্ঞাত কারনে মামলা নেওয়া হবে না বলে তাকে ফিরিয়ে দেয় পুলিশ। মোঃ সাইফুল ইসলাম আরো অভিযোগ করেন, হামলাকারীরা ধনে জনে এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা নিতে ভয় পাচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে মোঃ সাইফুল ইসলাম ও তাদের পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় সময় পার করছেন। তারা আশঙ্কা করছেন আবারো তাদের উপর হামলার ঘটনা ঘটতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd