সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ দিন নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে হতে যাওয়া এ গণসমাবেশে যোগ দিচ্ছেন বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
আজও প্রচুর সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি সেরেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে শতাধিক মাইক বসানো হয়েছে। এবং মঞ্চ থেকে দূরে থাকা নেতাকর্মীদের সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন- ‘আমাদের গণসমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তাছাড়া সমাবেশস্থল ও আশপাশে নেতৃবৃন্দের বক্তব্য প্রচার করতে শতাধিক মাইক লাগানো হয়েছে। এছাড়াও দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে।’
তিনি হয়রানির অভিযোগ করে বলেন- ‘সরকার আমাদের সমাবেশকে ভয় পাচ্ছে। ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের সমাবেশে যাতে না আসতে পারে সেজন্য যানচলাচল বন্ধ করে দিয়ে বাঁধাগ্রস্ত করছে। যারা আসছে তারা পথে পথে ভোগান্তির শিকার হয়েছে। সরকারের এমন বাঁধা আমাদের থামিয়ে রাখতে পারবে না। সিলেটের গণসমাবেশে জনসমুদ্র সৃষ্টি হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd