বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই চূড়ান্ত করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। বিশেষ বর্ধিত সভায় মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাত্যাশী ১০জনের তালিকা তৈরি করা হয়েছে। তারা সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
আসছে ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিশেষ বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওই সিভি জমা দেন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী আওয়ামী লীগ নেতারা।
তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবাসী আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে রুপকল্প-৪১ বাস্তবায়নে প্রত্যেক নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে কাজ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, যেই নৌকার মাঝি হন না কেনো, আমারে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে উন্নয়ন অব্যাহত থাকবে।