বিশ্বনাথে পুলিশের মতবিনিময় সভা শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

বিশ্বনাথে পুলিশের মতবিনিময় সভা শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর এলাকায় অনুষ্ঠিত ২৫টি (২৩টি সার্বজনীন ও ২টি ব্যক্তিগত) পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে থানা কম্পাউন্ডে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। দুর্গোৎসব চলাকালে পুলিশের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা প্রদান করা হবে। কেউ পূজায় বিঘœতা সৃষ্টি করতে চাইলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে। এককথায় আসছে দূর্গাপূজায় কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না।

Manual8 Ad Code

থানার পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও এসআই জয়ন্ত সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।

Manual3 Ad Code

সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন- কানু রঞ্জন দে, সুব্রত চন্দ্র দে, সজিব দে রাকু, শিল্টু বৈদ্য, সমীর রঞ্জন দাস, রনজিত দাশ, বিশ্বজিৎ দেব রিপন, বিকাশ দত্ত, শুভরাজ চন্দ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..