সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী সুবাস দাসকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থী মো. হোসাইন আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সুবাসকে সমর্থন জানান।
এ ব্যাপারে হোসাইন আহমদ সাংবাদিকদের জানান- দীর্ঘ ১ বছর আগ থেকে জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচন সদস্য পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করি। কিন্তু মনোনয়ন ফরম জমা দেয়ার সময় ঘনিয়ে আসলে আমার ইউনিয়ন অর্থাৎ লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উদ্যোগ নিয়ে অপর প্রার্থী সুবাস দাসের সাথে সমঝোতায় বসলে আলাপ আলোচনার মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন থেকে সরে দাড়াই। আমি সুবাস দাসের নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সুবাস দাস ও হোসাইন আহমদের মধ্যে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ইউপি সদস্য জালাল উদ্দীন, আব্দুর রহমান, বদরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি জমশিদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd