সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
স্টাফ রিপোর্ট :: সিলেট নগরীর সুরমা মার্কেটের এক ব্যবসায় ৪ দিন ধরে নিখোজ রয়েছেন। এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোজ শাকিল আহমদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কামালপুরের শামসু মিয়ার পুত্র।
সিলেট কোতোয়ালি থানায় করা সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, শাকিল আহমদ (২৮) সিলেট নগরের সুরমা মার্কেটস্থ ১২-১৫ নং দেশ মেটালিক দোকানে ব্যবসা করতেন।
গত ৮ সেপ্টেম্বর সন্দ্যা ৭ টার দিকে দোকান থেকে বের হয়ে নগরের জেলরোডস্থ জননী টন্সপোর্ট-এর উদ্দেশ্যে রওয়া দেন। এর পর থেকে তার আর কোনো খোঁজ মিলেনি এবং তার দুটি মোবাইল ফোন (০১৭৬৩৩০০০২০/০১৭০৬৯৯৯৫৬৮) বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোজ নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে তার ছোট ভাই আসিফ আহমদ পরদিন ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যা থানার ডায়েরী নং-৯৪৮।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd