সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পারকুল কান্দি বাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আম গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। এতে কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পারকুল কান্দিবাড়ি গ্রামের সজ্জাদ মিয়া জানান, জীবিকা দাগিদে উপজেলা সদরে পরিবার নিয়ে বসবাস করেন। এ সুযোগে তার শত্রুরা তার বাড়ি (পৈত্রিক সম্পত্তি) দখল করে। এর প্রেক্ষিতে তিনি দখলকারীদের বিরুদ্ধে মামলা করলে তারা দখল ছাড়তে বাধ্য হয়। দখল ছেড়েই ক্ষুব্ধ হয়ে আমার উপর প্রতিশোধ না নিতে পেরে আমার বাড়ির আম, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। শনিবারে গাছ কর্তনের বিষয়টি জানতে পারেন তিনি। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও গত বছরের ২৭ ফেব্রুয়ারি এমনভাবে তার গাছ কর্তন করেছিল।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সুকান্ত চক্রবর্তী বলেন, গাছ কর্তনের বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd