সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার রিচি অগ্নিকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৫শত টাকা এবং ৪ প্যাকেট অর্থাৎ ২০৮ টি তাস উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এসআই অভিজিৎ ভৌমিক বলেন, ওই এলাকায় প্রতিদিনই জুয়াড়িরা একত্র হয়ে জুয়া খেলার আসর বসিয়ে আসছিল। কয়েকদিন ধরেই বিষয়টি নজর রাখছিল ডিবি পুলিশের সদস্যরা। উল্লেখিত সময়ে সেখানে হানা দিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আটককৃতরা হল- সদর উপজেলার রিচি অগ্নিকোনা গ্রামের চুনু মিয়া, নজরুল ইসলাম, মোছাব্বির মিয়া, দুলাল মিয়া, রিচি ঈশানকোনা গ্রামের আজিজুর রহমান, ধল গ্রামের আলী আহমদ, পূর্ব আষেড়া বাদলপুর গ্রামের সোহেল রানা ও রিচি আড়িয়াকোনা গ্রামের সুমন মিয়া।
মাদক জুয়া ও চোরাচালানরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআই অভিজিৎ ভৌমিক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd