চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন

Manual5 Ad Code

চুনারুঘাট সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদীর ওপর নির্মিত সেতুর ৫০০ মিটারের ভেতরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু ও হাওর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

সেতু নির্মাণের পর তার এক কিলোমিটারের ভেতর থেকে বালু উত্তোলন করা বেআইনি। কিন্তু কিছু প্রভাবশালী লোক বালু উত্তোলন করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

Manual2 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, চুনারুঘাটের চুরতা, দেউলগাঁও ও ইছাকুটা মৌজায় খোয়াই নদীর কিছু অংশ বালু উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়। কিন্তু ঘরগাঁও মৌজা ইজারা না দেওয়া হলেও সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ মৌজায় রয়েছে কাজিরখিল ব্রিজ।

Manual8 Ad Code

ব্রিজটির মাত্র ৫শ’ মিটারের মধ্যে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে।

এ স্থানটির উল্টো দিকেই অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাওর রক্ষা বাঁধ। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত বাঁধটিও এখন বালু উত্তোলনের কারণে হুমকিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) গত ২৫ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরও বালু উত্তোলনের কাজ থামেনি।

Manual8 Ad Code

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিয়া আমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে পাইনি এবং কোনো মেশিনও পাইনি। সেখানে পুনরায় অভিযান চালানো হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..