সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: গোয়াইনঘাটে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারিকৃত ভুমিতে জোরপূর্বক ধানের চারা রোপন। এতে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮-৮-২২ইং তারিখে উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা গ্রামে এঘটনা ঘটে।
বাদীর আদালতে দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা গ্রামের মৃত আছনমিয়ার পুত্র আব্দুর রব এর মৌরসী (রেকর্ডীয়) ৪৭ শতক কৃষি জমি একই গ্রামের মৃত মনসুর মিয়ার পুত্র আব্দুল হক, উপজেলার খাসমৌজাস্থ খতিয়ান নং ৫৪৯,দাগ নং ২২৯, বিএস দাগ নং ৪০১, ৪৭শতক আছরাউরা জমিতে জোরপূর্বক হালচাষ করার চেষ্টা করেন। এতে জমির মালিক আব্দুর রব বাঁধা প্রধান করেন এবং আব্দুর বাদী হয়ে অতিরিক্ত জেলা হাকিম আদালত, সিলেটে একটি লিখিত মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে অতিরিক্ত জেলা হাকিম আদালত, সিলেটে ২০-৭-২২ইং তারিখে তফসিল বর্নিত ভুমিতে ১৪৪ধারা জারি করেন এবং ২২-৭-২২ইং তারিখে আদালতের নির্দেশনা মোতাবেক গোয়াইনঘাট থানার এসআই মোঃ বেলাল আহমদ ঘটনাস্থলে গিয়ে বিরোধ পুর্ন ভুমিতে হালচাষসহ যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া আগামী ১২-৯-২২ইং তারিখে উক্ত মামলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে নির্ধারিত তারিখ রযেছে এবং ঐ তারিখে উভয় পক্ষ হাজির থাকার জন্য এসআই বেলাল লিখিত নোটিশ ও মৌখিক অনুরোধ জানান। কিন্তু বিবাদী আব্দুল হক তার তিন পুত্র এবং এলাকার আরও ২০/২৫ জন লোক নিয়ে দেশিয় অস্ত্র সহ বিরোধ পুর্ন ভুমিতে ট্রাক্টর গাড়ি দিয়ে হালচাষ করেন এবং হালিচারা রোপন করেন।
এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিবাদীরা আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক হালচাষ ও ধানের চার রোপণ করায় জমির মালিক আব্দুর রব গত ২৯-৮-২২ইং পুনরায় আব্দুল হক গংদের বিরুদ্ধে আদালতে আরেকটি লিখিত মামলা দায়ের করেন এবং আদালত এঘটনার তদন্ত পুর্বক প্রতিবেদন দেওয়ার জন্য গোয়াইনঘাট থানাকে নির্দেশদেন। জানতে চাইলে মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মিহির জানান আদালতের নির্দেশনা পেয়েছি,দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন প্রেরন করব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd