সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা ও চেক বইসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের ঘর তল্লাশি করে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি, ১ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা ও ৩০টি চেক বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩২) ও তার স্ত্রী সবিকুন নাহার (৩২)।
পুলিশ সূত্র জানায়, আটক আলী আহমদ জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার ব্যবসা চালিয়ে আসছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে এই তথ্য জানিয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘‘একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় রুপির বাণিজ্য করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় রুপি, বাংলাদেশী টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd