সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ৪ বছর ধরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হেলাল আহমদ ভলন (৫৫) নামের বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্প সিলেটের একটি আভিযানিক দল।
শনিবার (১৩ আগস্ট) গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত হেলাল আহমদ ভলন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম বুটিয়াপাড়া গ্রামের মৃত আসকার আলীর পুত্র।
জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে বাবার কাছে ধর্ষণের শিকার হয়ে আসছিল বর্তমানে ১৩ বছর বয়সী ওই কন্যাশিশু। শিশুটির মা প্রবাসে থাকতেন।
সম্প্রতি তিনি দেশে আসার পর শিশুটি তার মাকে সবকিছু খুলে বলে। এরপর মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-৯ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd