সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে মালবাহী ট্রাকের চাপায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পরপর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা।
শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।
নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী। আর আহতরা হলেন, উপজেলার আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষ্মীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) ও আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd