জৈন্তাপুরে পাওয়ারজেল ও ডেটোনেটর ধ্বংস করল সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দল

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

জৈন্তাপুরে পাওয়ারজেল ও ডেটোনেটর ধ্বংস করল সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দল

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে সেনাবহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিষ্ফোরক দল ও পুলিশের একটি টিম ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানীবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকার সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভূমির উপর ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ গত ৬ জুন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে নিয়ে আসা ভারতের তৈরী শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করা হয়। পরবর্তীতে র‌্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামতগুলো পুলিশের নিকট হস্তান্তর করে। চারিকাটা ইউনিয়নের বালিদাঁড়া গ্রামের ফজর আলীর ছেলে লোকমান আহমদ এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সিলেট সেনানীবাসের বোমা বিষ্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ ও ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দলের সদস্যরা জব্দকৃত ভারতের তৈরী পাওয়ার জেল ও ইলেকট্রনিক ডেটোনেটরগুলো ধ্বংস করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..