ভারতে মহানবী (সাঃ)’র অবমাননার প্রতিবাদে বিন্নাকান্দিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

ভারতে মহানবী (সাঃ)’র অবমাননার প্রতিবাদে বিন্নাকান্দিতে বিক্ষোভ মিছিল

এইচ.কে.শরীফ সালেহীনঃঃভারতে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মু’মিনিন আয়েশা (রাঃ)-কে নিয়ে অবমাননা কর বক্তব্যের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা।

শনিবার ১১ ( জুন) বাদ আসর বিন্নাকান্দি বাজার মসজিদ থেকে এলাকার মুসলিম তাওহিদী জনতার ব্যনারে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বি শামসুদ্দিন এর সভাপতিত্বে ও
রেজওয়ান আহমদ এর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিন্নাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান,বিন্নাকান্দি আবিদিয়া মাদ্রাসার শিক্ষক মাও মুশাহিদ আলী,৭ নং ওয়ার্ডের মেম্বার আক্রাম হুসেন,মাওলানা আখলাক হোসাইন,মাওলানা তাজ উদ্দিন,সাবেক মেম্বার ইসলাম উদ্দিন, সহ স্হানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন স্কুল কলেজ ও এলাকার বৃহত্তম মুসলিম তৌহিদী জনতা

বক্তারা বলেন- মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শান ও মান আকাশচুম্বী। যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শান্তি চাই। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতকে বয়কট করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..