সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বলাৎকারের অপবাদ এনে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি পর পুলিশে দিল জনতা। অভিযুক্ত ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন।
শিশুটির পরিবার জানায়, এরপূর্বে গত মার্চে ঐ শিক্ষার্থীকে বলাৎকার করেন অভিযুক্ত মাওলানা ফয়েজ উদ্দিন। পরবর্তীতে গত শনিবার সর্বশেষ আবারো জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন তিনি। এরপর মাদ্রাসা ত্যাগ করে চলে যায় সেই ছাত্র। পরের দিন মাদ্রাসায় যেতে অনীহা দেখালে তার পরিবার কেন মাদ্রাসায় যাবে এবিষয়ে জানতে চায়, পরে সে তাদের কাছে ঘটনা খুলে বলে। শিক্ষার্থীর পরিবার বিষয়টি পরের দিন রবিবার (২২মে) স্থানীয়দের বলেন, রাতেই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোর্পদ করে।
স্থানীয়রা জানায়, মাদ্রাসা কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছে। একপক্ষ মাদরাসার পরিচালকের বিরুদ্ধে চলে গেছে। এর সূত্র ধরে নিরুহ শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তোলে দেয়। কারণ মাদ্রসা শিক্ষক এখানকার স্থানীয় না। যার ফলে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়নি। পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd