সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক : নারীর ছবি তোলাকে কেন্দ্র করে সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামক পার্কে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছেন। ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন বলেন, ঈদের সময় হওয়ায় অ্যাডভেঞ্জার ওয়ার্ল্ডে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমিয়েছেন। এর মধ্যে কয়েকজন উশৃঙ্খল যুবক এক মহিলার ছবি তুলতে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে নারীর পক্ষের মানুষের সঙ্গে সেই উশৃঙ্খল যুবকদের তর্কাতর্কি বাঁধে এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় এক নারীসহ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত আমরা সেখানে উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আহত একজনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, দুপক্ষের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে এবং অভিযুক্ত যুবকদের আটকে রাখা হয়েছে। খবর পেয়েই ফোর্স নিয়ে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত স্যার এসেছেন। তিনি বিষয়টি দেখছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd