সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক তরুণ রাজনৈতিক নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী দাবি করেছেন, থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।ভুক্তভোগী অনুরাগ সাইফ (২৩) তিনি পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) স্থানীয় নেতা।
অনুরাগ জানান, ২০১৮ সালের ১৯ নভেম্বর এলডিপিতে সাধারণ সদস্য হিসেবে রাজনৈতিক জীবনে যুক্ত হওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে পোস্টার বিতরণ, সভা-সমাবেশ আয়োজন এবং স্থানীয় মানুষকে দলে সক্রিয় করার কাজে যুক্ত ছিলেন। তিনি বিশেষভাবে নারীর শিক্ষা, অধিকার এবং সহিংসতা বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেন।তার দাবি, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের দুই নেতাকর্মী তাকে এলডিপি ত্যাগ না করলে “পরিণতি খারাপ হবে” বলে হুমকি দেন। এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন বাধা ও হয়রানির মুখে পড়েন।এরপর ২০২১ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে এলডিপির এক সমাবেশে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের “চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপহরণ” কর্মকাণ্ডের সমালোচনা করেন। ওই রাতেই একদল লোক তাকে বাড়ি থেকে অপহরণ করে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যে আরও জানান “তারা আমাকে লাঠি ও হকিস্টিক দিয়ে রাতভর পিটিয়েছে। পানি চাইলে প্রস্রাব দিয়েছে। বারবার জিজ্ঞেস করেছে কেন আওয়ামী লীগের বদলে এলডিপিতে যোগ দিয়েছি। শেষে আমি অচেতন হয়ে পড়ি।”
পরদিন সকালে স্থানীয়রা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে তিন দিন চিকিৎসাধীন ছিলেন।
অনুরাগের অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিহিংসার ভয়ে তিনি আপাতত সিলেটে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনে বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিক মতভেদের কারণে একজন নাগরিককে এভাবে নির্যাতন করা গণতন্ত্রের পরিপন্থী। পুলিশ যদি অভিযোগ না নেয়, তবে আইনের আশ্রয় নেবে কার কাছে?”
ভুক্তভোগী অনুরাগ সাইফ সরকারের কাছে নিজেকে এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd