ডৌবাড়ী ইউনিয়নে চমক সৃষ্টি করতে পারেন নৌকার প্রার্থী সুবাস দাস

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

ডৌবাড়ী ইউনিয়নে চমক সৃষ্টি করতে পারেন নৌকার প্রার্থী সুবাস দাস

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কাল রোববার । সিলেটে নৌকার বিজয় ছিনিয়ে আনতে একাট্টা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলের তৃণমূল নেতা কর্মীরা। তাই নেতাকর্মীরা রাতদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের নিরলস প্রচার চালিয়েছেন। বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছেন দলের উর্ধতন নেতা ও কর্তাব্যক্তিরা। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এর ব্যতিক্রম নয় সিলেটের গোয়াইনঘাট উপজেলাও। এ উপজেলায় নৌকার প্রার্থীদের জন্য দলের নেতাকর্মীরা রাতদিন জনসংযোগ করেছেন, প্রচারনামূখর করে তুলেছেন প্রতিটি ইউনিয়ন।

গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নে আগামীকাল রোববার ( ২৮ নভেম্বর) অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে চমক সৃষ্টি করে চলেছেন ৯নং ডৌবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস দাস । সুবাস দাস উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্মসম্পাদক। সরকার দলের পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক হিসেবে তার আলাদা খ্যাতি ও পরিচিতি রয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্য একটা ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন তিনি। একজন সৎ ও সাহসী মুজিব সৈনিক হওয়ায় ইউনিয়নে দলের তৃণমূল নেতাকর্মীর আশার প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী সুবাস দাস। তাই তার বিপুল সমর্থনে মুগ্ধ হয়ে ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও মাঠে নামেন তার পক্ষে প্রচার ও গণসংযোগে। জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমে ডৌবাড়ী ইউনিয়নে জনসমর্থনে সবার চেয়ে এগিয়ে ও তুঙ্গে রয়েছেন নৌকার প্রার্থী সুবাস দাস। তাইতো সুবাস সমর্থনে সভা সমাবেশে পরিলক্ষিত হয় জনতার ঢল। জনসমুদ্রে পরিনত হয় তার প্রতিটি নির্বাচনী সভা-সমাবেশ।

Manual3 Ad Code

আওয়ামী লীগ প্রার্থী সুবাস দাসের এমন একটি বিশাল নির্বাচনী জনসমুদ্রে বক্তব্য রাখতে গিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন- আওয়ামী লীগ প্রার্থী সুবাস দাস সমর্থনে বিশাল জনসমুদ্র প্রমান করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডৌবাড়ী ইউনিয়নবাসীর অন্তরিক।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিকল্প নেই। বক্তৃতাকালে তিনি নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে ইউনিয়নের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান।
গত মঙ্গলবার বিকেলে ডৌবাড়ী স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নর বিভিন্ন গ্রাম থেকে নৌকার প্রতীকের সমর্থনে দলে দলে মিছিল নিয়ে জনসাধারণের উপস্থিতিতে স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Manual5 Ad Code

এদিকে বিদ্রোহী প্রার্থী এম নিজাম উদ্দিনকে সরকার দল আওয়ামী লীগকে থেকে বহিস্কার করায় দলীয় প্রার্থী সুবাস দাসের পক্ষে একাট্টা ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতকিবর্মী। আগামীকাল ২৮ নভেম্বর ডৌবাড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী সুবাস দাসের বিজয় অনেকটা নিশ্চত মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক মহল।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..