সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের পল্লীতে ৪ মাসের অন্তসত্তা ও দুই বছরের এক কন্যা সন্তানের জননীকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাসান্ড এক স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গত ৪ অক্টোম্বর রোজ সোমবার সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সানকী ভাঙ্গা গ্রামে।
নিহতের নাম সালমা আক্তার (১৯) তিনি ৪ মাসের অন্তসত্তা এবং ২ বছর বয়সের এক কন্যা সন্তানের জননী।স্থানীয়রা জানান,গত ৪ অক্টোম্বর সকালের দিকে পারিবারিক কলোহের জের ধরে স্বামী রুবেল মিয়া তার স্ত্রী সালমা আক্তার কে বেদরক মারপিঠ করলে এক পর্যায় অন্তসত্তা স্ত্রী সালমা আক্তার অঞ্জান হয়ে পড়েন,তাৎক্ষনিক অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় সালমা আক্তার কে জৈন্তাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট প্রস্তুত করে আজ ৫ অক্টোম্বর সকালে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd