সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের তালতলা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চোর চক্রের তিন সদস্য হচ্ছে- মো. বাদল আহমেদ (১৯), আলী আহমদ আকাশ ওরফে বাবু (২১) ও ফাহিম হোসেন (১৯)।
শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল কোতয়ালী থানার তালতলা এলাকার ভিআইপি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দসহ মো. বাদল আহমেদ, আলী আহমদ আকাশ ওরফে বাবু ও ফাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ কোতয়ালী থানায় তাদের হস্তান্তর করা হয়।
অভিযানে মেজর মো. মঈনুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফুর রহমান নেতৃত্ব দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd