বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি :: পাঁচ কেজি গাঁজাসহ সিলেটের বিশ্বনাথ পুলিশ স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও ডোম মিজান মুন্সিকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গেল বুধবার মধ্যরাতে উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও জনৈক গয়াস আলীর বাড়ির সামন থেকে গাঁজা বিকি-কিনির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চটের বস্তায় মোড়ানো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। যার মূল্য আনুমানিক ১লক্ষ্য ৫০ হাজার টাকা। মিজান সুমানগঞ্জের ছাতক উপজেলার রংপুর গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে। বিশ্বনাথ উপজেলা সদরের টিএনটি রোডের আসকির মিয়ার কলোনীতে বসবাসরত মিজান বিশ্বনাথ থানায় পরিচ্ছন্নতা কর্মী ও ডোম হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আজ বৃহষ্পতিবার বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নাম্বার-০৪) দিয়েছেন ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ।
সূত্র জানায়, থানায় কাজের সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ কারবার গড়ে তুলেছিল মিজান। অভিযানে ছোটখাটো ব্যবসায়ী ধরা পড়লেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে। অবশেষে ডিবির ফাঁদে আটকা পড়ে মিজান।
এ বিষয়ে কথা হলে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে, সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ জোন)’র অফিসার ইন-চার্জ মো. ইখতিয়ার উদ্দিন বলেন, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..