ছাতকে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

ছাতকে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে একটি বিদেশী রিভলবার ও গুলিসহ একজন আটক হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার(২৭ জুন) রাতে উপজেলার সুহিতপুর এলাকা থেকে র‌্যাব অস্ত্র ও গুলিসহ জুনেদ আহমদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। সে ধারন এলাকার ইদ্রিস আলীর পুত্র।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে।

Manual2 Ad Code

র‌্যাব-৯’র মেজর মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে একটি বিদেশী রিভলবার ও তিনরাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী জুনেদকে আটক করা হয়।

Manual7 Ad Code

এসময় তার কাছে ১টি মোবাইল, ২টি সিম ও নগদ টাকা পাওয়া যায়। র‌্যাব-৯ উদ্ধারকৃত আলামতসহ আটক জুনেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..