সিলেটে ট্রাক দিয়ে চুরাই অটোরিকশা আমদানি, গ্রেফতার ২

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

সিলেটে ট্রাক দিয়ে চুরাই অটোরিকশা আমদানি, গ্রেফতার ২

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ট্রাকে করে চুরাই অটোরিকশা আমদানির কারণে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি নম্বরবিহীন অটোরিকশা উদ্ধার করা হয়। এমনকি এসব অটোরিকশা বহনের কাজে ব্যবহার করা কাভার্ডভ্যনটিকেও আটক করা হয়েছে।

Manual1 Ad Code

গ্রেপ্তার দুইজন হলেন -দক্ষিণ সুরমা থানার তেতলি উত্তর পাড়া এলাকার আব্দুল মুতলিবের ছেলে মনির উদ্দিন মনির উদ্দিন (৩৫) ও ডিপো ট্রাভেলস এলাকার বর্তমান বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৩)।

Manual1 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

Manual7 Ad Code

তিনি বলেন, সোমবার (১৪ জুন) বেলা আনুমানিক আড়াইটার দিকে আমরা খবর পাই সিলেট বঙ্গবীর রোড মনির ট্রেডার্সের সামনে ট্রাক থেকে কয়েকটি চুরাই অটোরিকশা নামানো হচ্ছে। এ সংবাদে অভিযানে গেলে দেখা যায় হলুদ রঙের একটি কাভার্ডভ্যান থেকে নম্বরবিহীন অটোরিকশাগুলো নামানো হচ্ছে। তখন অটোরিকশাগুলো জব্দ করে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এসময় কাভার্ডভ্যানটিও আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..