সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার নগরীর মোমিনখলায় মাদ্রাসার এতিম বাচ্চাদের বলৎকারের অভিযোগে এক মাদরাসার প্রিন্সিপাল হাফেজ সৈয়দ দেলোয়ার হোসেন (৫৩) কে আটক করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টায় মোমিনখলা শাহজালাল তমজিদিয়া হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আটককৃত সৈয়দ দিলোয়ার হোসেন এর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামে।
পুলিশ জানায়, ওই মাদ্রাসায় রাতযাপনকারী শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন। গত শনিবার বিষয়টি সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোগ করে তাদের অভিভাবকের কাছে।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রোবাবর রাত সাড়ে ৭টা দিকে অভিযান চালিয়ে মাদরাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এতিমখানার এতিম বাচ্চাদের দীর্ঘদিন বলৎকার করে আসছেন মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ দিলোয়ার হোসেন। এতিমরা এমন অভিযোগ করলে রোববার মাদরাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন ওই অধ্যক্ষ। তাকে থানাহাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd