সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্ট কালেক্টরেক্ট মসজিদের সামনে সিএনজি অটোরিকশায় উঠার সময় চাচাতো ভাই ও চাচাতো বোন জামাইয়সহ আরো ৫/৬ জনের হাতে হামলার শিকার হন আলাল আহমদ (৩৫) নামের এক ব্যক্তি। তার অবস্থা আশঙ্কাজনক। পারিবারিক বিরুদ্ধের জেরেই চাচাতো ভাইয়ের নেতৃত্বে এই হামলায় হয় বলে দাবি আহত আলাল আহমদের। আহত আলাল আহমদ গোলাগঞ্জ উপজেলার বাঘিরঘাট গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে ও আহত ব্যক্তি আলাল আরো জানান, রোববার ৩টা ৪৫ মিনিটের সময় বাড়ি ফেরার পথে জমি বিরুদ্ধের জের ধরে চাচাতো ভাই আব্দুস সালাম ও বোনের জামাই আব্দুল আজিজের নেতৃত্বে ৫ থেকে ৬ জন এসে ছুরি সহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর এ হামলা চালায়। এসময় তারা আলালকে অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক ব্যবসায়ী আলালকে তাৎক্ষণিক সিলেট এম. এ. জি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, ঘটনার খবর পেয়েছি। তদন্ত চলছে। ঘটনার সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd