সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা এলাকা থানা পুলিশের অভিযানে নারী-পুরুষ সহ ৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা সাকিনের রবিদাস বাড়ীর কানাই রবিদাসের বাড়ীতে থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে অবৈধ চোলাই মদ বিক্রয় কালে অভিযা্ন দিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুরমার পুরাতন রেলষ্টেশন রোড এর বাসিন্ধা কানাই রবিদাসের স্ত্রী মিনা রাণী দাস (৩৬) ও মৃত বিদেশী রবিদাসের ছেলে সোনাই রবিদাস (৩৫)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৯, তারিখ-২৭/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়।
এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোন ছাড় নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd