সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সিলেট :: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত প্রস্তাবনা লাভ করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার ও উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর স্বীকৃতিস্বরূপ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের চূড়ান্ত প্রস্তাবনা লাভ করেছে।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন স্বীকৃতি সত্যিই বাংলাদেশের জন্য অনেক গর্ব ও আনন্দের। কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও ভেক্সিনেশন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ বিশ^স্বাস্থ্য সংস্থাসহ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd