সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার বাড়ইগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম ও তার ভাই নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের দুজনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় বিভিন্ন মেয়াদে ২৬ টি সাজা পরোয়ানা ও ১১ টি গ্রেপ্তারি পরোয়ানাসহ অর্থদন্ড রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd