সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের মামলায় ৬জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার আমল গ্রহনকারী আদালত ছাতকের ম্যাজিস্ট্রেট বেলাল আহমদ আসামিদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন না-মঞ্জুর প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শী গ্রামের সেবুল মিয়া, আয়ুব আলী, আম্বর আলী, কয়েছ, রেদোয়ান ও আজাদ মিয়া।
মামলা সুত্রে জানা যায়, গত (২৭-নভেম্বর) গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উত্তর কুর্শী গ্রামের আঙ্গুর মিয়া ও সুজা মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক লোক আহত হন।
এঘটনায় সুজা মিয়া বাদী হয়ে ছাতক থানায় মামলা নং (০১তারিখ- ০১-১২-২০২০) দায়ের করেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd