সিলেটে দরিদ্র দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল পুলিশ

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

সিলেটে দরিদ্র দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল পুলিশ

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ইউসেপ ঘাসিটুলা স্কুলের সপ্তম ও দশম শ্রেণি পড়ুয়া হতদরিদ্র পরিবারের দুজন ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দল।

Manual5 Ad Code

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে তাদের হাতে এক বছরের মাসিক বেতন ও যাবতীয় ফিসসহ খরচের নগদ অর্থ হস্তান্তর করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, শিক্ষিকা শাহিদা জামান, এসএমপি মানবিক টিমের অন্যতম সদস্য, মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক সফি আহমেদসহ এসএমপি ২০২০ ব্যাচের পুলিশ সদস্যরা।

Manual8 Ad Code

দুই অসহায় শিক্ষার্থীর দায়িত্ব নেয়ার বিষয়ে ইউসেপ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান বলেন, পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে তা নয়। সিলেট মহানগর পুলিশ নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ প্রশংসার দাবি রাখে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, করোনাকালে এসএমপির নায়েক শফি আহমেদ স্কুলের শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা ও ঈদের পোশাক নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য উনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।

Manual7 Ad Code

উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ বলেন, এই দুই ছাত্রীর দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। সামনে আরও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..