সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সিলেট : আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। ‘মাইয়েস্থিনিয়া গ্রেভিস ও হাইপার থাইরিডিজম’ রোগে আক্রান্ত রাজশাহী নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ৩য় বর্ষের ছাত্রী মোছা. জোবেদা আক্তারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে তারা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জোবেদার সাথে দেখা করে তার হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষে ঢাকার প্রতিনিধিরা।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সুপার সন্ধা রানী সমদ্দার। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি নার্সিং সুপার ঝর্ণা মন্ডল, নার্সিং অফিসার সাজ্জাদ হোসেন, সুজন মিয়া, আরিফ হোসেন জনি, জনাছ টপ্পো, সুজন চন্দ্র দেবনাথ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা নিজাম উদ্দিন, জাহিদ হাসান, ঢাকা নার্সিং কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোখলেছুর রহমান শাহিন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস’ এসোসিয়েশনের (বিবিজিএসএনএ) সভাপতি ইমরানুল হক হিমেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং শিক্ষার্থী মো. রাজীব।
প্রসঙ্গত, এর আগে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাপাতালের অসুস্থ নার্সিং কর্মকর্তা ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে। কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া নার্সিং কর্মকর্তাদের পরিবারকেও আর্থিক সহায়তা দেয় সংগঠনটি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd