সিলেট ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও দাপ্তরিক কাজ পালনে অসামান্য অবদান রাখায় জেলা পুলিশ কতৃক পুরস্কৃত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, এসআই মো. মশিউর রহমান ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই খালেদ।
বৃহস্পতিবার সকালে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম র সভাপতিত্বে অনুষ্ঠিত জানুয়ারী মাসের কল্যাণ সভায় ওই সকল পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীনের নিকট থেকে এসআই মতিউর রহমান, এসআই মশিউর রহমান ও এসআই খালেদ মিয়ার পক্ষে পুরস্কার গ্রহন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
এসআই মো. মশিউর রহমান বিগত এক বছর থেকে গোয়াইনঘাট থানায় স্ট্যাটম্যান অফিসার হিসাবে কর্মরত রয়েছেন। তিনি সঠিক ভাবে থানার সকল দাপ্তরিক কাজকর্ম পালন করে চলেছেন। দাপ্তরিক কাজকর্ম সঠিকভাবে পালন করার পরেও তৃতীয় বারের মতো ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে পুরস্কৃত হয়েছেন। এছাড়াও এসআই মশিউর রহমান ও এসআই খালেদ মিয়া মাদক ও ওয়ারেন্ট তামিলে পুরস্কৃত হন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd