সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের হাওরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে গুচ্ছগ্রাম। এ এলাকার গ্রামের বাস্তুহারা, গরিব, দুস্থ ও অন্যের বাড়িতে বসবাসকারী জনসাধারণকে এখানে পুণর্বাসন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিত হবে এই গুচ্ছ গ্রাম।
বৃহস্পতিবার ১১ ফেব্রয়ারী সকাল ৮ঃ০০ টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামের স্থান নির্ধারণে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান। নন্দিরগাঁও ইউনিয়ন সালুটিকর ভূমি অফিসের কর্মকর্তা বোরহান উদ্দিনকে উপজেলা সার্ভেয়ার নিয়ে লাল ফ্ল্যাগ দিয়ে গুচ্ছগ্রামের এরিয়া নির্ধারণের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের “হাইলা বিল হাওর” প্রকল্পের ডুবন্ত বাধের কাজও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসিরউদ্দিন, গোয়াইনঘাট নন্দীরগাঁও ইউনিয়ন সালুটিকর ভূমি অফিসের কর্মকর্তা বুরহান উদ্দিন, সাংবাদিক সৈয়দ আহমদ বাদশা, ওয়ার্ড সদস্য আফতাব আলী, আজির উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd