জৈন্তাপুরে ১ হাজার বস্তা মটরশুঁটি জব্দ, ১০ লক্ষ টাকা নিলাম : বহাল তবিয়তে চাঁদাবাজ চক্র

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

জৈন্তাপুরে ১ হাজার বস্তা মটরশুঁটি জব্দ, ১০ লক্ষ টাকা নিলাম : বহাল তবিয়তে চাঁদাবাজ চক্র

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলা সদরে অভিযান করে ১হাজার বস্তা মটরশুঁটি জব্দ এবং ১০ লক্ষ টাকায় নিলামে বিক্রয়।

Manual8 Ad Code

গত ৬ ফেব্রুয়ারী দিবাগত রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ ও এনএসআই যৌথ টিম উপজেলার লামাপাড়া এলাকা হতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত মটরশুঁটি গোদামে অভিযান পরিচালনা করে।

এসময় ১ হাজার বস্তা মটরশুঁটি জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা৷ পরে যৌথ বাহিনীর সদস্যরা জব্দকৃত মটরশুঁটি নিলামের মাধ্যমে ১০ লক্ষ টাকায় বিক্রয় করা হয়৷ এছাড়া কৃত্রিম ভাবে বাজার সংকট তৈরী করে পাচারের লক্ষে মজুদ করার দায়ে ঘটনায় জড়িত একজনকে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ ধারায় অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার টাকা নগদে আদায় করা হয়। কিন্তু এতকিছুর পরও জৈন্তাপুরের চিহৃত চোরাকারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যার ফলে বহাল তবিয়তে রয়েছেন চাঁদাবাজ চক্র। এরা প্রতিদিন চোরাকারবারীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে।

Manual1 Ad Code

অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার ভূমি ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী, অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক এবং এনএসআই সহকারী পরিচালক ইমরান হাসান।

Manual5 Ad Code

এদিকে অভিযানকে স্বাগত জানায় সচেতন মহল ৷ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, সন্ধ্যায়, এশার আযান এবং রাত্র ১২টায় উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত হতে বাংলাদেশে ভারতীয় গরু-মহিষ সহ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মাদক সামগ্রী, কসমেট্রিক্স সামগ্রী, হরলিক্স, বিভিন্ন ব্যান্ডের সিগারেট বাংলাদেশে প্রবেশ করছে।

এগুলোর প্রতি নজরধারী সহ যৌথ অভিযান পরিচালনা করার দাবী জানান৷ এছাড়া উপজেলার গোয়াবাড়ী এবং আলু বাগান হতে পাহাড় টিলা কর্তন করে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করছে একটি চক্র সে দিকে নজর দিতে অনুরোধ করেন।

তারা আরও বলেন জৈন্তাপুর উপজেলার সীমান্ত গুলোর মধ্যে অন্যতম চোরাচালান রুট হিসাবে রয়েছে ১২৮৬ হতে ১২৯৪ এবং ১৩০০ হতে ১০০৭ নং আর্ন্তজাতীক পিলার এলাকার রোড় গুলো৷ অপর দিকে ১২৮৮ হতে ১২৮৩ আর্ন্তজাতিক পিলার এলাকা।

এসব এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচার হচ্ছে মটরশুঁটি, প্লাষ্টিক সামগ্রী, সুপারী বিপরীতে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে গরু মহিষ, মদ মাদক সামগ্রী, বিভিন্ন ব্যান্ডের সিগারেট ও কসমেট্রিক্স সামগ্রী৷ এনিয়ে সংশ্লিষ্ট বাহিনীর যোগ সূত্র রয়েছে বলে দাবী করেন তারা৷

এবিষয়ে জানতে নির্বাহী ম্যাজিষ্ট্যাট বলেন চোরাচালান প্রতিরোধে প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য বিষয় গুলো আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান৷ এছাড়া সচেতন মহলকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..