সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর লালবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া গেছে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। নিহত রেজাউল করিম হায়াত (৫০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাছাদক এলাকার উত্তর রাজনগর গ্রামের চেরাগ আলীর ছেলে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা নগরীর লালবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছনে রেজাউল করিম হায়াতের লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানাপুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে লাশ পাঠায় পুলিশ।
এদিকে, এ ঘটনায় হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)-কে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
তিনি বলেন, এ চারজনকে আটক নয়- থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক বা ছেড়ে দেয়ার বিষয়টি পরে জানানো হবে।
সোমবার বেলা দেড়টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সিলেট কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd