আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে তার স্ত্রী মিলি আক্তার (৪২) মাথায় আঘাত করে পরকীয়া প্রেমিকের কাছে পালিয়ে যান। এই ঘটনায় ইলিয়াস তার স্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। এই মামলায় গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানী মিরপুর এলাকা থেকে মিলিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় পৃথক স্থান থেকে মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও (২৩) গ্রেফতার করেছে পুলিশ। পরে মিলি ও জাহিদকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ ও মামলার সূত্র জানায়, ২০ জানুয়ারি ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল (নোড়া) দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

Manual6 Ad Code

এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

Manual3 Ad Code

এ সম্পর্কে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ‘স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রীকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। তাকে ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ফেসবুকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সাইদুর রহমান জাহিদের সঙ্গে পরিচয় হয় ইলিয়াসের স্ত্রী মিলির। জাহিদ চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। স্বামীর অনুপস্থিতিতে মিলি বিভিন্ন সময় এই ছেলের সঙ্গে মিলিত হতো বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতারকৃত দুজন।

Manual4 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ, তর্কবিতর্কের কারণেই নোড়া দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..